Custom House Dhaka Circular Apply 2023
বাংলাদেশ কাস্টম হাউজ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ২০২৩: বাংলাদেশ কাস্টম হাউজ ঢাকা তাদের নিজস্ব ওয়েবসাইটে ১২-২০ তম গ্রেডে শূণ্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি কোটায় কর্মচারী নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে। স্মারক নং ০৮.০০.০০০০.০৩৮.১১.০৩২.২০.৩১৮/১(৪)। একজন প্রার্থী কেবল ১ পদে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। অন্লাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না।
Custom House Circular Apply 2023
বাংলাদেশ কাস্টম হাউজ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ২০২৩: সর্বমোট ১১ ক্যাটাগরিতে ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে।
বয়স- ১৮-৩০ (০১/০৩/২০২৩) খ্রি: অনুযায়ী এবং ২৫/০৩/২০২৩ পর্যন্ত বয়স থাকলে তারাও আবেদন করতে পারবেন।
গ্রেড: ১২-২০
আবেদন শুর- অনলাইনে আবেদন শুরু ২৩/০৩/২০২৩ খ্রি: সকাল ০৯.০০ টা হতে।
অবেদন শেষ- অনলাইনে আবেদন শেষ ১২/০৪/২০২৩ খ্রি: বিকাল ০৪.০০ টা।
Custom House Dhaka Application 2023
কাস্টম হাউজ ঢাকা আবেদন:
১.পদের নাম: পরিসংখ্যান অনুসন্ধায়ক ২. পদের নাম: সাঁটলিপিকার কাম- কম্পিউটার অপারেটর ৩.পদের নাম: উচ্চমান সহকারী ৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর ৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬.গাড়িচালক. ৭.টেলিফোন অপারেটর ৮.সিপাই ৯. ডেসপাচ বাইডার ১০. ডুপ্লিকেটকিং মেশিন অপারেটর ১১. নিরাপত্তা প্রহরী।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম খেকে মাস্টর্স।
circular image
Pdf circular click pdf
অনলাইনে আবেদন শেষ : ১২-০৪-২০২৩ ইং
সময় থাকলে আপনার মতামত দিন এবং পোস্টটি বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।
Job BDN
0 Comments