Bangladesh Navy Civilian Job Circular Apply-2023
বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: বাংলাদেশ নৌ-বাহিনী তাদের নিজস্ব ওয়েব সাইটে ১১-২০তম গ্রেডে বেসামরিক কর্মচারী নিয়োগ ২০২৩ এর জন্য সুবিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি নং ২৩.০২২৬২৬.২৪৬.১১.০২৭.২৩। গত ৭ মার্চ ২০২৩ ইং তারিখে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
নৌ বাহিনীর সিভিল সারকুলার
বাংলাদেশ নৌ বাহিনী যে বেসামরিক কর্মচারী নেয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে, বেসামরিক শূন্য পদসমূহ পূরণ এর লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে। ১১তম গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত সর্বমোট ৩৬ টি ক্যাটাগরির পদে একটি সুবিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে দেখা যাচ্ছে। মোট ১৩০ জনকে চুড়ান্ত নিয়োগ দেওয়া হবে। আপনি একজন্ যোগ্য প্রার্থী হলে আবেদন করতে পারেন।
নৌ বাহিনীর বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি
নৌ বাহিনীর বেসামরিক কর্মচারি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত: নিম্নে বিস্তারিত তুলে ধরা হল।
পদের নাম: ১. ধর্মীয় শিক্ষক, ২. কম্পিউটার অপারেটর, ৩. জুনিয়র সাইন্টিফিক এ্যাসিস্ট্যান্ট, ৪. উচ্চমান সহকারী, ৫. স্টোর হাউজম্যান, ৬. স্টোর হাউজ সহকারী, ৭. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ৮. ল্যাবরেটরী অ্যাসিস্ট্যান্ট, ৯. সহকারী এক্সামিনার, ১০. ক্যাশিয়ার, ১১. লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট. ১২. এ্যাসিস্ট্যান্ট মেশিনম্যান, ১৩. নার্স, ১৪. অফিস সহকারী-কাম কম্পিউটারা মুদ্রাক্ষিরিক, ১৫. স্টোরম্যান, ১৬. টেলিফোন অপারেটর, ১৭. মোয়াজ্জিন, ১৮. মিডওয়াইফ, ১৯. ল্যাবরেটরী এটেনডেন্ট, ২০. বাইন্ডার, ২১. ট্রেসার, ২২. আয়া, ২৩. তন্দুরচী, ২৪. এমটি ক্লিনার, ২৫. ফারারম্যান, ২৬. লস্কর, ২৭. বাবুর্চি, ২৮. ওয়ার্ডবয়, ২৯. ফিল্ড হেলথ ওয়ার্কার, ৩০. গার্ডেনার, ৩১. অদক্ষ শ্রমিক. ৩২. অপসেট সহকারী, ৩৩. খাকরব, ৩৪. নিরাপত্তা প্রহরী, ৩৫. ওয়াসারম্যান, ৩৬. বারবার।
বেতনভাতা: ৮২৫০/- ৩৩৯৭০/-
প্রার্থীর বয়স: ১৮ হতে ৩০ বছর। ০৪ এপ্রিল ২০২৩ তারিখে।
আবেদন ফি: ক্রমিক ১ থেকে ১৮ নম্বর পদের জন্য ২০০+২৪=২২৪
১৯ থেকে ৩৬ নম্বর পদের জন্য ১০০+১২=১১২
0 Comments