Bangladesh Ansar & VDP Driver Job Circular 2025
বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: Bangladesh Ansar & VDP Driver job Circular 2025: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ড্রাইভার পদের জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জে এস সি/অষ্টশ শ্রেণী পাশ থাকলেই আবেদনের যোগ্য হবেন। বয়সসীমা ১৮-৩২ বছর (১৩-১০-২০২৫ খ্রি. অনুযায়ী ) । নিচের দিকে আরো তথ্য তুলে ধরা হল।
পদের নাম: গাড়ীচালক ।
শিক্ষাগত যোগ্যতা: জে,এস.সি/অষ্টম শ্রেণী/জুনিয়র স্কুল সার্টিফিকেট/বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ।
বয়সসীমা: ১৮-৩২ বছর ।( ১৩ - ১০ - ২০২৫ তারিখে) ।
অন্যান্য যোগ্যতা:
বৈধ ডাইভিং লাইসেন্স ।
ক) গ্রেড -১৬ এর ক্ষেত্রে: হালকা গাড়ী চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স।
খ) গ্রেড -১৫ এর ক্ষেত্রে: ভাড়ী গাড়ী চালনার বৈধ ভাড়ী ড্রাইভিং লাইসেন্স।
অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে।
জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত প্রযোজ্য নয়।
বেতন স্কেল : ১৫-১৬ গ্রেড অনুযায়ী )।
মানি টান্সফার এর মাধ্যমে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: ১০০ টাকা।
SMS শুরু:- ১৪ অক্টোবর ২০২৫
চলমান-
SMS এর আবেদন শেষ:- ৩ নভেম্বর ২০২৫
| Ansar VDP Driver Job Circular 2025 | ||
|---|---|---|
| Employer. | Ansar VDP | |
| Post Name, | Driver | |
| Job Location | All Bangladesh | |
| Post Vacancies | 67 | |
| Job Nature. | Full Time | |
| Jobs Type. | Govt. | |
| Gender. | Male & Female | |
| Age. | 18 - 32 | |
| Education Background | J.S.C | |
| Application Web | https://ansarvdp.gov.bd/ | |
| Application Deadline: | 3 November 2025 | |
#Circular-২০২৫
বিজ্ঞপ্তিটি শেয়ার করুন।

.jpg)
0 Comments