বাংলাদেশ আর্মি সিভিল জব আবেদন
আর্মি সারকুলার ২০২৩: আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন আর্মি সিভিল জব সারকুলার ২০২৩ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । সেখানে প্রায় ৪০ টি ক্যাটাগরিতে প্রায় ১৯২ জন লোক নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৪ হতে ২০তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ৫ম শ্রেণী পাস থেকে এইচ.এস.সি সহ উচ্চ ডিগ্রীধারী লোকজন আবেদন করতে পারবেন।
How to Army Civil job apply. 2023
আবেদনের যোগ্যতা:
* পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগতা। অভিজ্ঞতা সনদ যদি থাকে।
* বয়স: ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে বয়স ১৮ হতে ৩০। মুক্তিযোদ্ধা কোটার জন্য ৩২ প্রযোজ্য হবে। বিভাগী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৫ বছর শিথিল করা হবে।
* জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয় পত্রের রশিদ থাকলে ও সেক্ষেত্রে গ্রহন করা হবে।
আর্মি সিভিল জব আবেদনের নিয়মাবলী:
* সরকারি আবেদন ফরম পূরণ করতে হবে। (যেকোন কম্পিউটার বা ফটোস্ট্যাট দোকান থেকে সংগ্রহ করতে পারবেন।)
* শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ যুক্ত করতে হবে।
* জাতীয় পরিচয়পত্রর/জন্মনিবন্ধন ফটোকপি ।
* ০৪ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
* ইউ.পি চেয়ার্যান/পৌরসভার মেয়ব/সিটি কর্পোরেশন হতে নাগরিকত্বের সনদ।
* চারিত্রিক সনদ সংযুক্ত করতে হবে।
* সকল পদের জন্য কর্তৃপক্ষ বরাবর ২০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
* ১০ টাকার ডাক টিকিটসহ প্রেরকের ঠিকানা উল্লেখ করা (পোস্ট কোডসহ) ফেরত খাম সংযুক্ত করতে হবে।
আবেদনে ঠিকানা:
* আবেদন পত্রটি সকল পদের ডানদিকের কলামের ঠিকানা মোতাবেক পৌছাতে হবে।
*আবেদন ফরমে পদের নাম উল্লেখ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
* খামে ডাকটিকিট সংযুক্ত করে পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করবেন।
পোস্টটি ভালোলাগলে অব্যশই শেয়ার করবেন।
0 Comments