Poribes Odhidoptor circular 2023 | Job 2023

Poribes Odhidoptor Circular 2023

পরিবেশ অধিদপ্তর সারকুলার -২০২৩। পরিবেশ অধিদপ্তর রাজস্বখাতে অস্থায়ী ভিত্তিতে সম্প্রতি লোকবল নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যা অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বিজ্ঞতি পাবলিশ ডেট - ২৭/১২/২০২২ ইং এবং অনলাইনে আবেদনের শেষ ডেট ০৫/০২/২০২৩।  আমরা এই সাইটে আপনার সুবিধার্থে সারকুলার বিস্তারিত বিবরণ দেওয়া হল। নিচের দিকে আপনি সারকুলার এবং আবেদনের লিংক পেয়ে যাবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তর সারকুলার

পরিবেশ অধিদপ্তর সারকুলার ২০২২-২০২৩

ক্রম: পদের নাম ও বেতন পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রজেকশনিস্ট কাম - ক্যামেরাম্যান
 ১১৩০০-২৭৩০০/-(গ্রেড-১২)
১(এক) টি
স্থায়ী
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ০৩ বছরের অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক সংশ্লিষ্ট কাজে ০৮ বছরের অভিজ্ঞতা অথবা ফটোগ্রাফিতে ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রি।
হিসাবরক্ষক
 ১১৩০০-২৭৩০০/-(গ্রেড-১২)
৪০ টি
অস্থায়ী
ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
খ. MS Word এবং MS Excel কাজের সনদ।
সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর
১১০০০-২৬৫৯০/-(গ্রেড-১৩)
১৫টি
অস্থায়ী
ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়  হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 
খ. কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে।
উচ্চমান সহকারী
১০২০০-২৬৫৯০/-(গ্রেড-১৩)
৩ টি
স্থায়ী
ক. কোনো স্বীকৃত বোর্ড হতে  অন্যূন দ্বিতীয় বিভাগ বা  সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি।
খ.  কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
গ. কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে।
গবেষণাগার সহকারী
৯৭০০০-২৩৪৯০/-(গ্রেড-১৫)
১২ টি
অস্থায়ী
কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন ২য় বিভাগ বা সমমান বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
নমুনা সংগ্রহকারী
টা: ৯৩০০-২২৪৯০/-(গ্রেড-১৬)
৪৬ টি
অস্থায়ী
কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন ২য় বিভাগ বা সমমান বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
ডাটা- এন্ট্রি অপারেটর
টা: ৯৩০০-২২৪৯০/-(গ্রেড-১৬)
৫০ টি
(৬স্থায়ী
৪৪ অস্থায়ী)
ক. কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
খ. কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতিসহ Standard Aptitude Test এ উর্ত্তীর্ণ হতে হবে
স্টোর কিপার
টা: ৯৩০০-২২৪৯০/-(গ্রেড-১৬)
২ টি
(১ স্থায়ী
 ১ অস্থায়ী)
ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি।
খ. MS Word এবং MS Excel কাজের সনদ থাকতে হবে।
অফিস সহকারী- কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
টা: ৯৩০০-২২৪৯০/-(গ্রেড-১৬)
৫টি
(2টি স্থায়ী, 3টি অস্থায়ী)
ক. কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ. কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় যথাক্রমে ২০ ও ২০ গতি থাকতে হবে।
১০ গাড়ী চালক
টা: ৯৩০০-২২৪৯০/-(গ্রেড-১৬)
২ টি
(১টি স্থায়ী, ১টি অস্থায়ী) 
ক. কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন  জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ. হালকা অথবা ভারী যানবাহন চালনার লাইসেন্স এবং
গ. গাড়ী চালনায় ২ বছরের অভিজ্ঞতা।
১১ প্রসেস সার্ভার 
৮৫০০-২১৩১০/-(গ্রেড-১৮)
৮ টি
 অস্থায়ী 
কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১২ক্যাশ সরকার
৯৩০০-২২৪৯০/-(গ্রেড-১৬)
১ টি
স্থায়ী   
কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১৩ অফিস সহায়ক
৮২৫০-২০০১০/-(গ্রেড-২০)
৯০ টি
অস্থায়ী 
কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে
ক্রমিক ১ হতে ১০ এ বর্ণিত পদে মেহেরপুর, মাগুরা ও ভোলা জেলা ব্যাতিত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে।
ক্রমিক ১১ হতে ১৩ এ বর্ণিত পদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে।
 অনলাইনে   আবেদনপত্র জমাদানের শেষ সময়:- ৫ ফেব্রূয়ারী ২০২৩

People's Republic of Bangladesh Government Environment Directorate Circular

Department of Environment Circular-2023. Department of Environment recently released notification for recruitment of manpower in revenue department on temporary basis. Which application will be accepted through online. Applications through any other mode will not be accepted. Candidate must be a citizen of Bangladesh. Notification Publish Date – 27/12/2022 and Last Date of Online Application 05/02/2023. We have given the details of the circular for your convenience on this site. Below you will find circular and application link.

✌💗

পরিবেশ অধিদপ্তর সারকুলার-2022-2023

Poribes Odhidoptor circular 2023 | Job 2023


Poribes Odhidoptor circular 2023 | Job 2023

3

Last date for submission of application:- 5 February 2023


Pdf Circular

আবেদনের করুন

পোস্টটি শেয়ার করুন।


Post a Comment

0 Comments