সমুদ্রগামী জাহাজে রেটিং হিসেবে যোগদান বিজ্ঞপ্তি।
১। ন্যাশনাল মেরিটাইম ইনঃ চট্টগ্রাম। আসন সংখ্যাঃ
ডেক- ৭৫, ইঞ্জিন-৫০, স্টূয়ার্ড-২০, কুক-২০, ফিটার-কাম-ওয়েল্ডার-২০, ইলেকট্রিশিয়ান-১৫ = ২০০ জন।
২। মাদারীপুর। আসন সংখ্যাঃ ডেক- ২৫, ইঞ্জিন-২০, স্টূয়ার্ড-১৫, কুক-১৫, ফিটার-কাম-ওয়েল্ডার-১৫, ইলেকট্রিশিয়ান-১০ = ১০০ জন।
৩। ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা। আসন সংখ্যাঃ
ডেক- ২৫, ইঞ্জিন-১৫, স্টূয়ার্ড-১৫, কুক-৫, ফিটার-কাম-ওয়েল্ডার-৫, ইলেকট্রিশিয়ান-৫ = ৭০ জন।
৪। মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম। আসন সংখ্যাঃ
ডেক- ৩০, ইঞ্জিন-৩০, স্টূয়ার্ড-২০, কুক-১০, ফিটার-কাম-ওয়েল্ডার-১০ = ১০০ জন।
৫। ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা। আসন সংখ্যাঃ ডেক-৪০, স্টূয়ার্ড-২৫, কুক-১০, ফিটার-কাম-ওয়েল্ডার-২৫ = ১০০ জন।
৬। ওশেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম। আসন সংখ্যাঃ ডেক-৫৫, ইঞ্জিন-১৫, স্টূয়ার্ড-১৫, কুক-২০ = ১০৫ জন।
৭। ওয়ার্ল্ড মেরিটাইম ইসস্টিটিউট, ঢাকা। আসন সংখ্যা ঃ
ডেক-২৫, ইঞ্জিন-১৫, কুক-১০ = ৫০ জন।
আসন সংখ্যা কমবেশি হতে পারে।
আবেদনের যোগ্যতাঃ
বয়সঃ ১৬-০২-২০২৩ ইং তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৬ - ২৫, ডিপ্লোমাধারীদের ২০-৩৫ এবং নৌবাহিনীর প্রার্থীদের ২৫-৪৫ বছর।
শিক্ষাগতযোগ্যতাঃ
ডেক, ইঞ্জিন, স্টূয়ার্ড ও কুক নাবিক ( গ্রূপ-১) ঃ এসএসসি জিপিএ ২.৫ ।
ইলেকট্রিশিয়ান নাবিক গ্রূপ-২) এসএসসি বা ডিপ্লোমা সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স । অবসরপ্রাপ্ত নাবিকদের ইকেকট্রিক্যাল ওয়ার্কশপে ৬ মাসের প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
ফিটার-কাম-ওয়েল্ডার নাবিক (গ্রূপ-৩) ঃ
কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে মেরিন/মেকানিক্যাল/পাওয়ার/অটোমোবাইল ইঞ্জিনিয়ারি/শিপ বিল্ডিং এ ডিপ্লোমা অথবা এসএসসি সহ ২ বছর মেয়াদী ট্রেড কোর্স অথবা ন্যূনতম এসএসসি সমমানের ওয়েল্ডিং অথবা মেশিনশপে ৩ মাসের প্রশিক্ষণ।
আবেদনের শেষ তারিখঃ ১৬ - ২ - ২০২৩ খ্রিঃ
%20%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%20%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%20%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A9_page-0001.jpg)
.jpg)
0 Comments