Custom House Pangaon Job Circular-2023 | Job-2023

কাস্টম হাউজ পানগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩

কাস্টম হাউজ, পানগাঁও, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩:  বাংলাদেশ সরকার কাস্টম হাউস, পানগাঁও, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। Bangladesh Custom House, Pangaon Job Circular 2023 has been publish | Jobs 2023: বাংলাদেশ কাস্টম হাউস, পানগাঁও  সম্প্রতি ৭টি ক্যাটগরিতে ১৮ টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  পদের নাম- উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, স্পীড বোট ড্রাইভার, ড্রাইভার, সিপাই,সুকানি, অফিস সহায়ক। মোট ৭ টি পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি থেকে স্নাতকোত্তর সম্পন্ন প্রার্থীগন আবেদন করতে পারবেন।গ্রেড-১৪ হতে গ্রেড-২০ পর্যন্ত । বয়স-১৮-৩০ (২৫-০৩-২০২০ অনুযায়ী)। আবেদন শুরু ৩১ জানুয়ারী ২০২৩ থেকে।  আবেদন জমাদানের শেষ তারিখ :- ২৩ - ২ - ২০২৩।  অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আপনাদের সুবধার্থে বিস্তারিত বিবরণ তুলে ধরা হল।  

Custom House, Pangaon, Job Circular-2023

Summary.

Recruiter: Custom House, Pangaon.
Category: 7 
Post Vacancy: 18
Type Of Job: Full Time
Salary: 8250-24680
Job Nature: Government
Publish date: 25-1-2023

Online Application Deadline: 23-2-2023  

কাস্টম হাউজ সারকুলার-২০২৩

কাস্টম হাউজ, পানগাঁও, নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩

ক্রম: পদের নাম ও বেতন পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
উচ্চমান সহকারী
টা: ১০,২০০-২৪,৬৮০/-(গ্রেড-১৪)
৪ 
ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি।
খ. কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে।
সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর
টা: ১০২০০-২৪৬৮০/-(গ্রেড-১৪)
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে ৭০ ও ৪৫ শব্দের গতি। ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে 
স্পীড বোট ড্রাইভার
টা: ১০,২০০-২৪,৬৮০/-(গ্রেড-১৪)
ক.জেএসসি। 
খ. ২ বছরের অভিজ্ঞতা।
গ. স্পীড বোর্ড লাইসেন্স।
ড্রাইভার
টা: ১০,২০০-২৪,৬৮০/-(গ্রেড-১৬)
ক.জেএসসি। 
খ. হালকা ড্রাইভিং লাইসেন্স।
গ. অভিজ্ঞতা সম্পন্ন চালক।
সিপাই 
টা: ৯৩০০-২২৪৯০/-(গ্রেড-১৭)
ক. এসএসসি
খ.উচ্চতা:৫ফিট ৪ ইঞ্চি, মহিলা ৫ ফিট ২ ইঞ্চি, বুক: ৩০-৩২।
সুকানি
টা: ৮,৮০০-২১,৩১০/-(গ্রেড-১৮)
জাহাজে সুকানি হিসেবে ২ বছরের অভিজ্ঞতাসহ মেরিন ট্রেনিং সেন্টার বা সামুদ্রিক প্রতিষ্ঠান থেকে ট্রেড সর্টিফিকেট।
অফিস সহায়ক
টা: ৮,২৫০-২০,০১০/-(গ্রেড-১৮)
এসএসসি পাশ।
 অনলাইনে   আবেদনপত্র জমাদানের শেষ সময়:- ২৩-২-২০২৩

✌💗

কাস্টম সারকুলার-২০২৩

Custom House Pangaon Job Circular-2023 | Job-2023

Custom House Pangaon Job Circular-2023 | Job-2023

Custom House Pangaon Job Circular-2023 | Job-2023

Custom House Pangaon Job Circular-2023 | Job-2023



Last date for submission of application:- 23 February 2023
Pdf  সারকুলার ডাউনলোড করতে চাইলে নিচের অপসনে ক্লিক করুন।

Pdf Circular

পোস্টটি শেয়ার করুন।




Post a Comment

0 Comments